ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গিরিশৃঙ্গে জাফর সাদেকের হাতে উড়ল ফিলিস্তিনের পতাকা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৪০, ১৭ এপ্রিল ২০২৫  
গিরিশৃঙ্গে জাফর সাদেকের হাতে উড়ল ফিলিস্তিনের পতাকা

নেপালের সলোখুম্ভু অঞ্চলে লবুচে পূর্ব গিরিশৃঙ্গে ফিলিস্তিনের পতাকা উড়ান জাফর সাদেক। ছবি: জাফর সাদেক

ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা ও স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনের সমর্থনে লবুচে পূর্ব গিরিচূড়ায় বাংলাদেশের পতাকার পাশাপাশি দেশিটির পতাকা উড়িয়েছেন বাংলাদেশের পর্বতারোহী জাফর সাদেক।

রবিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে নেপালের সলোখুম্ভু অঞ্চলে অবস্থিত লবুচে ইস্ট পর্বতশৃঙ্গে পা রাখেন জাফর সাদেক।

আরো পড়ুন:

লবুচে ইস্ট পর্বত অভিযান সম্পর্কে পর্বতারোহী জাফর সাদেক রাইজিংবিডি ডটকমকে বলেন, “গত ১ এপ্রিল নেপালের লুকলা থেকে ট্রেকিং শুরু করে ১১ এপ্রিল ডিংবোচে পৌছে সেখান থেকে পরদিন লবুচে হাইক্যাম্পের উদ্দেশ্যে রওয়া দেই।”

“১৩ তারিখ রাত ১টা ৩০ মিনিটে লবুচে হাইক্যাম্প থেকে সামিটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। পরদিন সকাল ৮টা ৩০ মিনিটে লবুচে ইস্ট পর্বত চূড়ায় বাংলাদেশের পাশাপাশি ফিলিস্তিনিদের ওপর গণহত্যার প্রতিবাদে তাদের প্রতি সহমর্মিতার অংশ হিসেবে ফিলিস্তিনের পতাকা তুলে ধরেছি।”

জাফর সাদেক বলেন, “অভিযান চলাকালীন সলোকুম্ভু অঞ্চলের অভিযাত্রীদের সঙ্গে প্যালেস্টাইনের ওপর চলমান গণহত্যার বিরুদ্ধে জনমত গঠনের চেষ্টা করেছি। আমাদের সকলের প্রত্যাশা ফিলিস্তিনি জনতার ওপর ইসরাইল ও তাদের দোসরদের চলমান গণহত্যা বন্ধ হোক।”

পর্বতারোহনে জাফরের পথচলা শুরু ২০১২ সালে। পার্বত্য চট্টগ্রামের কয়েকটি পাহাড়ে চড়ার পর শুরু করেন বড় মিশন। গত আট বছরে হিমালয় ও ককেশাস পর্বতমালার বেশকিছু শিখরে অভিযান করেছেন তিনি।

২০২৩ সালের জুলাইয়ে প্রথম বাংলাদেশি হিসেবে মাত্র ১৫ দিনের ব্যবধানে ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ এলব্রুস এবং আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত কিলিমানজারোর চূড়ায় ওঠেন জাফর সাদেক। ২০২২ সালে হিমালয়ের মেরা পর্বত এবং ২০২৪ সালে ফ্রেন্ডশিপ পর্বতচূড়ায় পা রাখেন তিনি।

রায়হান/ঢাকা/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়