ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির দুর্নী‌তি অনুসন্ধা‌নে দুদক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ১৩ মে ২০২৫  
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির দুর্নী‌তি অনুসন্ধা‌নে দুদক

ফান্ডের ৩৪৩ কোটি স্থানান্তর ও ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকির অ‌ভি‌যো‌গে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির দুর্নী‌তি অনুসন্ধা‌নে নে‌মে‌ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে দুদকের নিয়মিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

আরো পড়ুন:

আক্তার হোসেন বলেন, “বিধি-বিধান লঙ্ঘন করে প্রতিষ্ঠানের ফান্ডের ৩৪৩ কোটি ৬০ লাখ ৩০ হাজার ৪৯৯ টাকা শান্ত-মারিয়াম ফাউন্ডেশনে স্থানান্তর করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে ১০২ কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকি দিয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদক অনুসন্ধান করছে।”

নর্দান ইউনিভার্সিটির বোর্ড চেয়ারম্যানের দুর্নী‌তি
এদি‌কে, নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। 

সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, আবু ইউসুফ ও তার পরিবারের অন্য সদস্যরা দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থপাচারের অভিযোগ র‌য়ে‌ছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম রোধের বিষয়ে দুদক বিশেষ কোনো ব্যবস্থা বা টাস্ক ফোর্স গঠন করছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে দুদক মহাপরিচালক বলেন, “শুধু অভিযোগের ভিত্তিতে দুদক এসব কার্যক্রম হাতে নিয়েছে। বিশেষ ধরনের কোনো কিছু করেনি। যদি এমন আরো অভিযোগ আ‌সে, সেসব খতিয়ে দেখা হবে।”

ঢাকা/নঈমুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়