আমিন বাজার ল্যান্ডফিল পরিদর্শনে ডিএনসিসির প্রশাসক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতি দেখতে রবিবার (১৮ মে) আমিন বাজার ল্যান্ডফিল পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
পরিদর্শনকালে তিনি বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বর্জ্যবাহী গাড়ি চালকদের করণীয় সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনা দেন। সেই সময় লিচেট ট্রিটমেন্ট প্ল্যান্টও ঘুরে দেখেন প্রশাসক।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “বর্জ্য থেকে উৎপন্ন ময়লা পানি (লিচেট) যেন নদীতে না যায়, তা নিশ্চিত করতে আমাদের নজরদারি বাড়ানো হয়েছে।” এসময় পরিশোধিত পানির নমুনা ল্যাবে পরীক্ষার জন্য পাঠানোর নির্দেশ দেন তিনি।
পরিবহন চালকদের পক্ষ থেকে ইউনিয়ন নেতারা যানবাহন ও অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন। প্রশাসক মোহাম্মদ এজাজ দ্রুত সমাধানের আশ্বাস দেন।
ডাম্পিং স্টেশনের প্রবেশপথ ঝুঁকিপূর্ণ হওয়ায় সেগুলো প্লাস্টিক গ্রিড দিয়ে মেরামত এবং রাস্তাগুলো প্রশস্ত করার নির্দেশনা দেন তিনি।
পরিত্যক্ত স্কেভেটরগুলো মেরামত করে আবার ব্যবহারে আনার ঘোষণা দিয়ে প্রশাসক বলেন, “আমরা চাই, এক বিন্দু বর্জ্যও যেন পড়ে না থাকে। এই ঈদে পরিচ্ছন্নতা থাকবে দৃশ্যমান।”
ঢাকা/এএএম/রাজীব