ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ৩ জুলাই ২০২৫   আপডেট: ০৯:৫৭, ৩ জুলাই ২০২৫
নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

২০২৬ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (২ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

আরো পড়ুন:

বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এই সাফল্য শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের। এটি দেশের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার অনন্য উদাহরণ।

তিনি আশা প্রকাশ করেন, এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মর্যাদা আরো বাড়াবে।

প্রসঙ্গত, প্রথমবারের মতো উইমেনস এশিয়ান কাপের মূল পর্বে খেলার টিকেট পেল বাংলাদেশ। শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশ আগেই নিজেদের কাজ করে রেখেছিল। তুর্কমেনিস্তান পয়েন্ট হারানোয় বাংলাদেশ ৬ পয়েন্ট নিয়ে মূল পর্বে খেলা নিশ্চিত করে।

ঢাকা/হাসান/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়