ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফুটবলে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে: আসিফ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ৪ জুলাই ২০২৫  
ফুটবলে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে: আসিফ

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “বাংলাদেশের ফুটবল এখন পরিবর্তনের পথে।ফুটবলে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে।”

শুক্রবার (৪ জুলাই) ইস্তানবুলে তুরস্ক ফুটবল ফেডারেশনের (টিএফএফ) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এ কথা বলেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন টিএফএফ সভাপতি ইব্রাহিম এথেম হাজি ওসমানওগলু।

আরো পড়ুন:

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রীড়া সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এই বৈঠকে উপদেষ্টা বলেন, “বাংলাদেশে তুরস্কের ফুটবল দল ও খেলোয়াড়দের অনেক অনুসারী রয়েছে। দুই দেশের মধ্যে একটি প্রীতি ম্যাচ শুধু ক্রীড়াক্ষেত্রেই নয়, সাংস্কৃতিক সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলবে।”

তিনি জানান, জাতীয় ফুটবল দলে বিদেশে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের অন্তর্ভুক্তি এবং ঘরোয়া পর্যায়ে দীর্ঘমেয়াদি ফুটবল কাঠামো তৈরিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

বৈঠকে টিএফএফ সভাপতি বাংলাদেশের প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন এবং জানান, সবকিছু অনুকূলে থাকলে আগামী আগস্ট মাসেই বাংলাদেশ ও তুরস্কের নারী ফুটবল দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজন সম্ভব।

এছাড়া তিনি কোচ ও রেফারিদের প্রশিক্ষণ, ক্রীড়া চিকিৎসা এবং কারিগরি সহায়তায় তুরস্কের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

আলোচনায় আসিফ মাহমুদ তুরস্কের আন্তর্জাতিক ভূমিকাও তুলে ধরেন। তিনি বলেন, “বিশ্বব্যাপী মানবিক ইস্যুতে তুরস্কের স্পষ্ট ও সাহসী অবস্থান আমাদের অনুপ্রাণিত করে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের নেতৃত্ব মুসলিম বিশ্বে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করছে।”

বৈঠকের শেষে আসিফ মাহমুদ ঢাকায় সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ‘গ্লোবাল ইয়ুথ সামিট’-এ অংশ নেওয়ার জন্য টিএফএফ সভাপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়