ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শুল্ক চুক্তি নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বৈঠক বুধবার 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ৮ জুলাই ২০২৫   আপডেট: ১৩:৪২, ৮ জুলাই ২০২৫
শুল্ক চুক্তি নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বৈঠক বুধবার 

বাংলাদেশের ওপর নতুন করে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে এই শুল্ক। তার আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে চায় বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা চালিয়ে যেতে ওয়াশিংটন ডিসিতে এখন অবস্থান করছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। প্রতিনিধিদলে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও। আগামীকাল ৯ জুলাই এ বিষয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বৈঠক হবে। 

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে এক স্ট্যাটাসে বৈঠকের বিষয়টি জানান। 

এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২৫ সালের ১ অগাস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশি সব পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক বর্তমানে খাতভিত্তিক যে শুল্ক দেওয়া হয়, তার অতিরিক্ত হিসাবে প্রযোজ্য হবে। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলেও সেখানেও এই শুল্ক প্রযোজ্য হবে।

প্রেস সচিব লেখেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এখন ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন এবং বাংলাদেশের বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও এই প্রতিনিধিদলে রয়েছেন।

“গতকাল (৭ জুলাই) বাংলাদেশ একটি চিঠি পেয়েছে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, ১ আগস্ট থেকে বাংলাদেশের পণ্যের উপর ৩৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে।”

তিনি জানান, বাংলাদেশের প্রতিনিধিদল এরইমধ্যে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করেছে। আগামী ৯ জুলাই আরেক দফা আলোচনা অনুষ্ঠিত হবে, যার নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা। 

“ঢাকা আশাবাদী, ওয়াশিংটন ডিসির সঙ্গে একটি যৌক্তিক ও পারস্পরিক সুবিধাজনক শুল্কচুক্তি হবে, যা উভয় দেশের জন্যই লাভজনক হবে,” বলেন তিনি।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়