ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সায়েন্সল্যাবে যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ২১ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:০৮, ২১ আগস্ট ২০২৫
সায়েন্সল্যাবে যান চলাচল স্বাভাবিক

ছবি: রাইজিংবিডি

আইডি কার্ড কেড়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে সায়েন্সল্যাব মোড়ে যান চলাচল প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। তবে এখনো দুই কলেজের সামনে অতিরিক্ত পুলিশ সদস্য অবস্থান করছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সায়েন্সল্যাব মোড়ে প্রথম দফায় সংঘর্ষ হয় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে। পরে থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে। বিকেল সাড়ে ৪টায় সায়েন্সল্যাব মোড়ে যান চলাচল স্বাভাবিক হয়।

আরো পড়ুন:

ডিএমপির রমনা বিভাগের ডিসি মো. মাসুদ আলম বলেন, “তিন দিন আগে উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ডকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়, চর-থাপ্পরের ঘটনা ঘটে। এ নিয়ে পরদিনও উত্তেজনা তৈরি হয়েছিল। যদিও তা পরে মীমাংসা হয়। আমরা ভেবেছিলাম বিষয়টি সেখানেই শেষ, কিন্তু আজ আবার নতুন করে সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।”

তিনি বলেন, “বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুই কলেজের সামনে পুলিশ মোতায়েন আছে।”

যে কারণে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে  উভয়পক্ষের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি একটি কোচিং সেন্টারের আইডি কার্ডকে কেন্দ্র করে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করেই আজ উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

দুপুরে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে সংঘর্ষের বিষয়ে কথা বলেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।

তিনি বলেন, “এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। ছোটখাটো বিষয় থেকেও দুই কলেজের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। আমরা দুই কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলব। এবার আমরা মূল কারণ খুঁজে বের করতে চাই। শিক্ষার্থীদের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। এই সমস্যার স্থায়ী সমাধান চাই।”

ঢাকা/রায়হান/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়