ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সারের দাম বাড়বে না: কৃষি উপদেষ্টা 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ২৫ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৪:১৯, ২৫ সেপ্টেম্বর ২০২৫
সারের দাম বাড়বে না: কৃষি উপদেষ্টা 

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “দেশে সারের কোনো সংকট নেই, তাই সারের দাম কোনোভাবেই বাড়ানো হবে না।”

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ের সভা কক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

কৃষি মন্ত্রণালয়ের গত ১ বছরের সাফল্য, অর্জন ও সার্বিক অগ্রগতি বিষয় জানানোর জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কৃষি উপদেষ্টা বলেন, “আগামী অর্থবছরে সম্ভাব্য ঘাটতি মোকাবিলায় সার আমদানিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সার সরবরাহ ব্যবস্থায় পুরনো সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “বেশি দামে জ্বালানি কিনে সার উৎপাদন করা হলেও সারের দাম বৃদ্ধি করা হবে না। সার পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উপদেষ্টা বলেন, “গত অর্থবছরে দেশে লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ লাখ মেট্রিক টন অতিরিক্ত ধান উৎপাদিত হয়েছে। এছাড়া অতিরিক্ত আলু উৎপাদনের ফলে বাজারে দাম কমে যাওয়ায়, আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে হিমাগার গেটে সর্বনিম্ন ২২ টাকার মূল্য নির্ধারণ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে কৃষকের কাছ থেকে ৫০ হাজার মেট্রিক টন আলু ক্রয় করার পরিকল্পনাও রয়েছে।”

সার আমদানির প্রক্রিয়া ও মজুত থাকা প্রাকৃতিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান। 

সারের দাম নিয়ন্ত্রণসহ ডিলার নিয়োগ প্রসঙ্গে উপদেষ্টা জানান, রাজনৈতিকভাবে ডিলার নিয়োগ দেওয়া হবে না, একটি নীতিমালা অনুযায়ী ডিলার নিয়োগ করা হবে এবং যারা সারের দাম নিয়ে নয়ছয় করবে, তাদের ডিলারশিপ বাতিল করা হবে। 

আলুর বাজার পরিস্থিতি, অতিরিক্ত উৎপাদন ইত্যাদির প্রেক্ষাপটে তিনি আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা জানান তিনি।

ঢাকা/এএএম/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়