ঢাকা     শনিবার   ০৮ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৯, ৬ অক্টোবর ২০২৫  
‘শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, “তোমাদের মতো আমারো একটি স্বপ্ন আছে, একদিন এই দেশটি হবে শিশুদের জন্য। আজকের শিশুরাই আগামী দিনের দেশ পরিচালনার নেতৃত্ব দেবে।”

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ২০২৫ ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

শারমীন এস মুরশিদ বলেন, “বিশ্ব শিশু দিবসে এবারের প্রতিপাদ্য ‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’। এই স্লোগানকে সামনে রেখে এমন একটি দেশ গড়তে চাই, যেখানে সবাই বলবে এই দেশটি শিশুদের জন্য।”

তিনি বলেন, “একটি সুন্দর দেশ গড়ার জন্য আজ আমরা যে সংগ্রাম করছি এবং তোমরা যারা গত বছরের জুলাই-গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রেখেছ, তা এক বিশাল বীরত্বগাথা। এতে প্রমাণিত হয় তোমরাই এখন দেশের দায়িত্ব নিয়ে নিয়েছো।”

তিনি আরো বলেন, “যারা বছরের পর বছর দেশ শাসন করেছে, অন্যায়-দুর্নীতিতে জড়িয়েছিল, তাদের বিরুদ্ধে তোমরা আঙুল তুলে দেখিয়ে দিয়েছো এই দেশ অন্যায় মেনে নেবে না। সত্যি বলতে, জুলাই আন্দোলন না হলে আমরা বুঝতেই পারতাম না আমাদের কোমলমতি শিশুরা এই দেশটাকে এত ভালোবাসে।”

উপদেষ্টা বলেন, “আজকের শিশুরা একেকজন অকুতোভয় বীর সৈনিক, যারা অন্যায়ের সঙ্গে আপস না করে মাথা উঁচু করে বাঁচতে জানে, লড়তে জানে। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে আমরা একত্রিত হয়েছি একটি বিশেষ উদ্দেশ্যে। তা হলো- শিশুদের মুখে হাসি, স্বপ্নের অনুপ্রেরণা, জীবনের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা।”

শারমীন এস মুরশিদ বলেন, “১৯৫৪ সালে জাতিসংঘের ইউনিসেফ প্রথম বিশ্ব শিশু দিবস চালু করে শিশুদের কল্যাণ ও অধিকার সুরক্ষার জন্য। ১৯৮৯ সালে জাতিসংঘ শিশু অধিকার সনদশিশুর চারটি মৌলিক অধিকার নির্ধারণ করে। বেঁচে থাকার অধিকার, বিকাশের অধিকার, সুরক্ষার অধিকার ও অংশগ্রহণের অধিকার। যদিও বাংলাদেশ এসব অধিকারকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিয়েছে, বাস্তবতার নিরিখে এখনো অনেকখানিই পিছিয়ে আছি। আমরা সেই ব্যবধান দূর করতে কাজ করছি।”

তিনি বলেন, “বর্তমান সরকার শিশুবান্ধব নীতিমালার বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। শিশুভিত্তিক বিচার ব্যবস্থায় বিশেষ শিশু আদালত প্রতিষ্ঠা, ইউনিসেফ ও ইইউ এর সহায়তায় ১ হাজার ২০০ অতিরিক্ত সমাজকর্মী নিয়োগ, ২৪ নভেম্বর ২০২৪-এ চাইল্ড কেয়ার রোডম্যাপ চালুসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।”

“চলুন, আমরা সবাই মিলে এই প্রতিজ্ঞা করি শিশুরা নিরাপদে বেড়ে উঠুক, সুযোগ পাক, স্বপ্ন পূরণ হোক সেই দেশটিই আমরা গড়ব,” যোগ করেন উপদেষ্টা।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, ইউনিসেফ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এবং শিশু বক্তা রূপ সঞ্চারী চর্চা ও মো. সামিউল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক (যুগ্ম সচিব) দিলারা বেগম।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহত ৬২ জন শিশুর পরিবারকে সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান করা হয়।

এর আগে, উপদেষ্টা শারমীন এস মুরশিদ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আয়োজিত ‘বিশ্ব সেরিব্রাল পালসি প্রতিবন্ধী ব্যক্তি দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। 

সেখানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, সেরিব্রাল পালসি সম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়