ঢাকা     শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা চলছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ৮ অক্টোবর ২০২৫  
দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা চলছে

অধ্যাপক আলী রীয়াজ।

জুলাই জাতীয় সনদের সংবিধান-সংক্রান্ত প্রস্তাবগুলোর মধ্যে গণভোট বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই আলোচনা শুরু হয়।

আরো পড়ুন:

৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ।এর খসড়া চূড়ান্ত হলেও বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে পূর্ণ ঐকমত্য হয়নি। এ কারণেই আটকে আছে সনদটির চূড়ান্ত রূপ।

এর আগে গত ১১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা হলেও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

তবে গত ৫ অক্টোবর গণভোট আয়োজনের বিষয়ে দলগুলো ঐকমত্যে পৌঁছায়। আজকের বৈঠকে মূলত সেই গণভোটের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে।

কমিশন সূত্র জানিয়েছে, আগামী ১৫ অক্টোবরের মধ্যে দলগুলোর স্বাক্ষরের মাধ্যমে সনদের পূর্ণাঙ্গ রূপ প্রকাশ করতে চায় কমিশন।

বৈঠকে উপস্থিত রয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদারসহ অন্যান্য সদস্যরা।

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়