ঢাকায় পৃথক স্থান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার
মেডিকেল প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকায় পৃথক স্থান থেকে নারীসহ তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল থেকে মধ্য রাত পর্যন্ত তাদের মরদেহ উদ্ধার করা হয়।
শাহবাগের মেট্রো রেলস্টেশনের নিচ থেকে ৪৫ বছরের এক অজ্ঞাতনামা পুরুষ, হাইকোর্টের সামনের রাস্তার পাশ থেকে ৩০ বছরের এক অজ্ঞাতনামা নারী এবং লালবাগের বেড়িবাঁধের রাস্তার পাশে ৬০ বছরের এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কে এম রেজাউল জানান, গতকাল সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেল স্টেশনের নিচ থেকে একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মৃত ব্যক্তি সম্ভবত ভবঘুরে ছিলেন ও স্টেশনের নিচে ঘুমাতেন। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। পরিচয় শনাক্ত করতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে চেষ্টা করা হচ্ছে।
একইভাবে, শাহবাগ থানার এসআই আব্দুল হামিদ জানান, হাইকোর্টের সামনের রাস্তার পাশে উদ্ধারকৃত ৩০ বছরের নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত আড়াইটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশেপাশের কেউ তার পরিচয় দিতে পারেননি।
অপরদিকে, লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নওশাদ আলী জানিয়েছেন, লালবাগের ২৩ নং ওয়ার্ডের বেড়িবাঁধের পাকা রাস্তার পাশ থেকে ৬০ বছরের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে অসুস্থতা ও চলার পথে হঠাৎ মৃত্যু অনুমান করা হচ্ছে। ওই বৃদ্ধও ভবঘুরে ছিলেন ও ভিক্ষাবৃত্তি করতেন।
ঢাকা/বুলবুল/ইভা