ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড তদন্তে ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪০, ২৬ অক্টোবর ২০২৫  
কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড তদন্তে ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ঢাকায় এসেছে তুরস্কের আট সদস্যের বিশেষজ্ঞ দল।

রবিবার (২৬ অক্টোবর) দলটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেছে।

তুরস্কের ফার্স্ট ডিগ্রি চিফ সুপারিন্টেনডেন্ট ওইকুন ইলগুনের নেতৃত্বে থাকা দলটিতে অগ্নি তদন্ত ও বিমানবন্দর নিরাপত্তা বিষয়ে বিশেষজ্ঞরা রয়েছেন।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা এবং মন্ত্রণালয়ের বিমান ও সিভিল অ্যাভিয়েশন অনুবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনায় কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তুরস্কের বিশেষজ্ঞ দল তদন্তে কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করে।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বিশেষজ্ঞ দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘‘এই সহযোগিতা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো দৃঢ় করবে এবং তদন্ত কার্যক্রমে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’

ঢাকা/এএএম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়