ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে ২৩টি পাখি উদ্ধার, ৩ শিকারিকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ৩০ অক্টোবর ২০২৫   আপডেট: ১৩:১৩, ৩০ অক্টোবর ২০২৫
হবিগঞ্জে ২৩টি পাখি উদ্ধার, ৩ শিকারিকে জরিমানা

হবিগঞ্জের নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় বন্যপ্রাণী রেঞ্জের পৃথক অভিযানে অবৈধভাবে শিকার করা ২৩টি পাখি উদ্ধার হয়েছে। এ সময় আটক করা হয়েছে তিন পাখি শিকারিকে। তাদেরকে জরিমানাও করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—নবীগঞ্জ উপজেলার চরগাঁও গ্রামের জয়নাল মিয়া ও পূর্ব দেবপাড়া গ্রামের সজ্জাদ মিয়া এবং মো. সুমন মিয়া। তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত হবিগঞ্জ বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদ হোসেনের নেতৃত্বে নবীগঞ্জের দেবপাড়া বাজার-সংলগ্ন হাইওয়ে ও নবীগঞ্জ সদর এবং বাহুবলের মিরপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে দেবপাড়া বাজার-সংলগ্ন হাইওয়ে থেকে দুই শিকারিসহ চারটি সরালি পাখি উদ্ধার হয়। পরে নবীগঞ্জ সদর থেকে ১৬টি সরালি পাখিসহ একজনকে আটক করা হয়। বাহুবল উপজেলার মিরপুর বাজার এলাকা থেকে উদ্ধার করা হয় দুটি শালিক ও একটি ঘুঘু।

নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে বন্যপ্রাণী বিক্রির অপরাধে জয়নাল মিয়াকে ৮ হাজার টাকা এবং সজ্জাদ মিয়া ও মো. সুমন মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধার করা পাখিগুলো হাওড়ে অবমুক্ত করা হয়েছে। 

হবিগঞ্জ বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদ হোসেন জানিয়েছেন, বিভাগীয় কর্মকর্তা আবুল কালামের দিকনির্দেশনায় পৃথক অভিযান চালানো হয়। পাখি শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। 

ঢাকা/মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়