ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরকারের ৩১ বিভাগের সঙ্গে বৈঠকে ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৫, ৩০ অক্টোবর ২০২৫   আপডেট: ১৫:৫৬, ৩০ অক্টোবর ২০২৫
সরকারের ৩১ বিভাগের সঙ্গে বৈঠকে ইসি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে মন্ত্রিপরিষদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের ৩১ বিভাগের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় এ বৈঠক শুরু হয়।

ইসির জনসংযোগ শাখা জানায়, গত ২৬ অক্টোবর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে বৈঠকে অংশ নিতে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়। চিঠিতে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে সমন্বয় বৈঠক আয়োজনের কথা জানানো হয়।

বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, নৌপরিবহন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, পররাষ্ট্র, আইন, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, জ্বালানি ও খনিজ সম্পদ, অর্থ, তথ্য ও সম্প্রচারসহ ৩১ মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব বা সচিবরা উপস্থিত থাকবেন।

জানা গেছে, বৈঠকে নির্বাচনসংক্রান্ত ২২টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে—ভোটকেন্দ্রের স্থাপনা ও রাস্তা-ঘাট সংস্কার। ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরি। দুর্গম এলাকায় নির্বাচনি সরঞ্জাম পরিবহন। হেলিকপ্টারসহ লজিস্টিক সহায়তা। প্রচার-প্রচারণায় গণমাধ্যমের ভূমিকা। পর্যবেক্ষক নিয়োগে সহায়তা। ঋণখেলাপিদের তথ্য সংগ্রহ। নির্বাচনি ব্যয়ের বাজেট বরাদ্দ।

এছাড়া, শান্তিশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের করণীয়। নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে ম্যাজিস্ট্রেট নিয়োগ। বার্ষিক ও পাবলিক পরীক্ষার সময়সূচি সমন্বয়। অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

ইসির এক কর্মকর্তা জানান, নির্বাচনকে ঘিরে মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় ও প্রস্তুতির অগ্রগতি যাচাই করাই বৈঠকের মূল উদ্দেশ্য।

প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে এই বৈঠক থেকে নির্বাচনের মাঠ পর্যায়ে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য দপ্তরের করণীয় নির্ধারণের দিকনির্দেশনা দেওয়া হবে।

ঢাকা/এএএম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়