ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ৩০ অক্টোবর ২০২৫   আপডেট: ১৯:২৪, ৩০ অক্টোবর ২০২৫
কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে সরকার

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের তদন্ত কার্যক্রম চলমান। সরকার তদন্ত কার্যক্রম শেষে রিপোর্ট প্রকাশ করবে। 

আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘‘তুরস্ক থেকে আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল তদন্ত কাজে সহযোগিতা করার জন্য এসেছিল। আজই তারা দেশে ফিরে গেছেন। আগামী ২-৩ দিনের মধ্যে তাদের প্রতিবেদন পাওয়ার আশা করছি।’’

তবে এ বিশেষজ্ঞ দলের প্রতিবেদন মূল নয়, আমাদেরটাই মূল প্রতিবেদন হবে উল্লেখ করে তিনি বলেন, ‘‘শীঘ্রই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।’’

অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বিকল্প উপায়ে এখন আমদানি পণ্য খালাস চলছে বলে জানান।  

উল্লেখ্য গত ১৮ অক্টোবর দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আগুন লাগে। ওইদিন রাত ৯টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভাতে ২৭ ঘণ্টা সময় লাগে। 

ঢাকা/এএএম//

সর্বশেষ

পাঠকপ্রিয়