ভোটারপ্রতি ব্যয়সীমা ১০ টাকা
নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন অধ্যাদেশ জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
সোমবার (৩ নভেম্বর) উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, এখন থেকে জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী তার নির্বাচনী এলাকায় প্রতি ভোটারের জন্য সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত খরচ করতে পারবেন।
অধ্যাদেশে বলা হয়েছে, এই সীমার বেশি ব্যয় করলে নির্বাচন কমিশন প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।
নতুন নিয়মের গেজেট প্রকাশ করা হয়েছে সোমবার (৩ নভেম্বর)। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে আইন মন্ত্রণালয়।
সংশোধিত আরপিওতে প্রার্থীর নির্বাচনী ব্যয় ও রাজনৈতিক দলের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন দিকনির্দেশনাও যোগ করা হয়েছে। বিশেষ করে, অনুদান হিসেবে প্রাপ্ত অর্থের বিস্তারিত তালিকা প্রার্থীর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
নতুন সংযোজিত অনুচ্ছেদ ৪৪ অনুযায়ী, ব্যয় সীমা নির্ধারণ করা হয়েছে ভোটারপ্রতি ১০ টাকা। অনুচ্ছেদ ১৩-এর সংশোধনে মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে ৫০ হাজার টাকার জামানত, যা আগে ছিল ২০ হাজার টাকা।
আইন মন্ত্রণালয়ের মতে, এই পদক্ষেপ নির্বাচনী প্রতিযোগিতায় সমতা বজায় রাখবে, অযাচিত ব্যয় রোধ করবে এবং নির্বাচনের সামগ্রিক স্বচ্ছতা বৃদ্ধি করবে।
ঢাকা/এএএম/রফিক