ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনায় আন্তর্জাতিকমানের সাইকিয়াট্রিক ইনস্টিটিউট গড়ে উঠবে: গণশিক্ষা উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ১৬ নভেম্বর ২০২৫   আপডেট: ২২:৪২, ১৬ নভেম্বর ২০২৫
পাবনায় আন্তর্জাতিকমানের সাইকিয়াট্রিক ইনস্টিটিউট গড়ে উঠবে: গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, পাবনা মানসিক হাসপাতালকে আন্তর্জাতিকমানের আধুনিক সাইকিয়াট্রিক ইনস্টিটিউটে পরিণত করার সরকারি পরিকল্পনা ইতোমধ্যে অনুমোদিত হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) আয়োজিত ১২তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাইকিয়াট্রির পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

আরো পড়ুন:

উপদেষ্টা বলেন, “ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথে দীর্ঘদিন ধরে জায়গার সংকট প্রকট হয়ে উঠেছে। এর ফলে সাইকিয়াট্রি বিষয়ে শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার বিস্তারে নানা বাধা তৈরি হচ্ছে। পাবনার বিদ্যমান অবকাঠামো ও উন্নত যোগাযোগব্যবস্থাকে কাজে লাগিয়ে একটি আন্তর্জাতিকমানের পূর্ণাঙ্গ নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হবে—যা দেশের মানসিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনবে।”

তিনি বলেন, “সাইকিয়াট্রি বিষয়ে তরুণ ও প্রতিশ্রুতিশীল গবেষকদের পুরস্কৃত করার উদ্যোগ তাদের ভবিষ্যতে আরো অনুপ্রাণিত করবে এবং এ খাতে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে সহায়তা করবে।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রতি পেশাগত মনোভাব ধরে রেখে ঐক্যবদ্ধভাবে সাইকিয়াট্রি চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম, অধ্যাপক ডা. মো. রেজাউল করিম, অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার এবং ডা. রওশন আরা বেগম।

ঢাকা/এএএম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়