ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিভিন্ন এলাকায় আতঙ্ক

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প, কেন্দ্রস্থল নরসিংদী

রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ২১ নভেম্বর ২০২৫   আপডেট: ১২:০৯, ২১ নভেম্বর ২০২৫
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প, কেন্দ্রস্থল নরসিংদী

ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। ছবি: ইউএসজিএস থেকে নেওয়া

সারা দেশে ভূমিকম্প হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।

আরো পড়ুন:

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান, নরদিংসদীর মাধবদীতে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।

গুগল আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি নরসিংদীর ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে। ভূমিকম্পটি ৫ দশমিক ২ মাত্রার।

এনডিটিভি জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী জানিয়েছে, ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়, শুক্রবার (২১ নভেম্বর) ভোরে দেশটিতে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ১৩৫ কিলোমিটার গভীরে। এদিকে পাকিস্তানেও ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

ঢাকার বিভিন্ন এলাকায় আতঙ্ক
ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

রাজধানীর কলেজ গেট থেকে সাংবাদিক শাহেদ হোসেন জানান, তিনি তখন হৃদরোগ হাসাপাতালে তার অসুস্থ বাবার পাশে ছিলেন। হঠাৎ সেখানে ভূমিকম্প অনুভূত হলে সবার মাঝে অতঙ্ক ছড়ায়।

মিরপুর-১১ থেকে সাদমান জানান, ভূমিকম্পের সময় তিনি বাসায় পড়ছিলেন। সেখানে সবকিছু কাঁপছিল।  মিরপুর-১ মাজার রোড থেকে আমিনুল ও সনি জানান, ভূমিকম্পের সময় তারা অফিসে কাজ করছিলেন, হঠাৎ দেখেন সবকিছু কাঁপছে। তখন তারা অফিসে থেকে বের হয়ে রাস্তায় চলে যান।

ঢাকা/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়