ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভূমিকম্পে পুরান ঢাকায় নিহত ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ২১ নভেম্বর ২০২৫   আপডেট: ১৪:০৭, ২১ নভেম্বর ২০২৫
ভূমিকম্পে পুরান ঢাকায় নিহত ৩

পুরান ঢাকার বংশালের কসাইটুলিতে ভূমিকম্পে একটি ভবনের রেলিং ধসে তিন পথচারী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প হয়।

স্থানীয়রা জানিয়েছে, ভূমিকম্পের সময় হঠাৎ করে ৫ তলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়