ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভূমিকম্পে নিহত ৬, আহত দেড় শতাধিক

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ২১ নভেম্বর ২০২৫   আপডেট: ১৭:৩৪, ২১ নভেম্বর ২০২৫
ভূমিকম্পে নিহত ৬, আহত দেড় শতাধিক

ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। ছবি: ইউএসজিএস থেকে নেওয়া

ভূমিকম্পে তিন জেলায় (ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী) ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন শিশু। আহত হয়েছেন দেড় শতাধিক। নিহতদের মধ্যে পুরান ঢাকার আরমানিটোলায় ৩ জন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক জন এবং নরসিংদীতে ২ জন রয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পের সময় এই হতাহতের ঘটনা ঘটে।

আরো পড়ুন:

আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।

ঢাকায় মৃত্যু ৩
পুরান ঢাকায় সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পে একটি ৮ তলা ভবনের ছাদের রেলিং ধসে ৩ জনের মৃত্যু হয়েছে। বংশাল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আশিস কুমার ঘোষ এ তথ্য জানিয়ে বলেন, “একটি ভবনের ছাদের রেলিং ধসে নিচে পড়ে। এতে তিন পথচারী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।”

স্থানীয়রা জানান, নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিল। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।

নরসিংদীতে নিহত ২
নরসিংদীর পলাশ উপজেলায় মাটির দেওয়াল ধসে চাপা পড়ে কাজম আলী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নরসিংদীর গাবতলিতে আরো এক জনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক তার নাম পরিচায় জানা যায়নি।

এছাড়া এই জেলায় ভূমিকম্পে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে বিভিন্ন ভবন থেকে নামার সময় অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

নারায়ণগঞ্জে শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেওয়াল ধসে ফাতেমা (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ পাঁচ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।

আহত দেড় শতাধিক
ভূমিকম্পে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে দেড় শতাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে অন্তত ২০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী আরাফাত (২০) ও নুরুল হুদা (২০), হাজী মুহম্মদ মহসীন হলের তানজিল হোসেন (২৬), সাদিক শিকদার (২৬), তানভীর আহমেদ (২৫) ও ফারহান তানভীর রাজিব (২৪)।

এছাড়া ঢাকাসহ অন্যান্য এলাকা থেকে আহত হয়ে এসেছেন—তানভীর (২২), সুবিয়া (১৪), সোহেল (৩৫), হারুনুর রশিদ (৫৬), আবুল খায়ের (৬০), অজ্ঞাতপরিচয় রিকশাচালক (৪০), হারুনুর রশিদ (৫৫), রিপন (২৮), বিল্লাল (৬), ফারজানা তানভীর (২৩), প্রভা (১৮), গালিব (১৮),  মধুসুদন (৩০), সজীব (২২), নারায়ণগঞ্জের রূপগঞ্জের আবুল খায়ের (৩০) ও ইব্রাহীম (২৫)।

আরমানিটোলার ঘটনায় আরো ১০ জনেরও বেশি লোক মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

নরসিংদীতে আহত হয়েছেন শতাধিক। তারা নরসিংদী সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন। আহতদের মধ্যে কয়েক জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় এলাকায় ভূমিকম্পের সময় তাড়াহুড়া করে নামার সময় একটি কারখানার ৬ জন শ্রমিক আহত হয়েছেন।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাইজাদী ইউনিয়নসহ বিভিন্ন গ্রামে একাধিক বাড়ির দেয়াল ভেঙে গেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন।

ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ প্রধান উপদেষ্টার
সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইইনূস। শুক্রবার (২১ নভেম্বর) এক বার্তায় তিনি এ নির্দেশ দেন। 

বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনায় সৃষ্ট জনমনের উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে।

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়