ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যানচলাচল স্বাভাবিক 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৮, ২৩ নভেম্বর ২০২৫   আপডেট: ২০:৩৩, ২৩ নভেম্বর ২০২৫
শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যানচলাচল স্বাভাবিক 

রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ তুলে নিয়েছেন ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে, ওই এলাকায় যানচলাচল স্বাভাবিক হয়েছে। 

রবিবার (২৩ নভেম্বর) রাত ৮টায় শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুরের অনুরোধে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। 

‘জাস্টিস ফর ৪৭’-এর সদস্য সাইফ মুরাদ বলেন, “শাহবাগ থানার ওসির অনুরোধ ও সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে অবরোধ তুলে নিয়েছি। সবার সঙ্গে আলোচনা করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।”

খালিদ মনসুর বলেন, “৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগ ছেড়েছেন। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।”

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হয়। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী। তারাই লিখিত পরীক্ষায় অংশ নেবেন। ২৬ অক্টোবর লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে পিএসসি। সেখানে বলা হয়, ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে আগামী ২৭ নভেম্বর থেকে লিখিত পরীক্ষা শুরু হবে, যা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

প্রিলি এবং লিখিত পরীক্ষার মধ্যে সময়ের ব্যবধান কম মনে করে পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। 

ঢাকা/রায়হান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়