ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক: সিইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ৫ জানুয়ারি ২০২৬  
নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক: সিইসি

সিইসি এ এম এম নাসির উদ্দীন। ফাইল ফটো।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

তিনি বলেন, “সবার সহযোগিতা পেলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব।” 

আরো পড়ুন:

সোমবার (৫ জানুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে  আপিল গ্রহণের জন্য স্থাপিত বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।

 তিনি জানান, বর্তমান পরিস্থিতি নির্বাচনের জন্য অনুকূল রয়েছে।

এদিকে, রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদন গ্রহণ শুরু হয়েছে। 

নির্বাচন কমিশনের তথ্য মতে, আজ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে সংক্ষুব্ধ প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

আপিল দাখিলের জন্য এক সেট মূল কাগজপত্র ও ছয় সেট ছায়ালিপি (ফটোকপি) মেমোরেন্ডাম আকারে জমা দিতে হবে। আপিল গ্রহণের সুবিধার্থে নির্বাচন কমিশন সারা দেশকে ১০টি অঞ্চলে ভাগ করে পৃথক বুথ স্থাপন করেছে।

আগামী ১০ জানুয়ারি থেকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হবে, যা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত সিরিয়াল অনুযায়ী শুনানি অনুষ্ঠিত হবে। আপিলের সংখ্যা ও পরিস্থিতি বিবেচনায় সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে।

শুনানিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বা তার প্রতিনিধি এবং আপিলকারীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে। শুনানি শেষে তাৎক্ষণিকভাবে মনিটরে ফলাফল প্রদর্শন করা হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের ইমেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে এবং নির্ধারিত তারিখে নির্বাচন ভবন থেকে হার্ডকপি সংগ্রহ করা যাবে।

ঢাকা/এএএম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়