জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হলেন সাখাওয়াত টিপু
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
সাখাওয়াত টিপু
জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কবি, প্রবন্ধকার এ এইচ এম সাখাওয়াত উল্লাহ। তিনি ‘সাখাওয়াত টিপু’ নামে পরিচিত। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে এ এইচ এম সাখাওয়াত উল্লাহকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কথা বলা হয়। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
সাখাওয়াত টিপুর জন্ম ১৯৭১ সাল, সন্দ্বীপে। তিনি কবিতা, শিল্প সমালোচনা, অনুবাদ ও সম্পাদনার সঙ্গে যুক্ত। বেলগ্রেডের আলমা প্রকাশনী থেকে Absence of Eye ও ইতালি থেকে Feather of Wings নামে তার দ্বিভাষিক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ ছাড়া স্প্যানিশ, ইতালিয়ান, সার্বিয়ান, স্লোভেনিয়ান ও ইংরেজিতে অনূদিত হয়েছে তার কবিতা।
উল্লেখ্য, এর আগে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন লেখক ও কথাসাহিত্যিক আফসানা বেগম।
ঢাকা/লিপি