ঢাকা     বুধবার   ২১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ২১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৪:৪৯, ২১ জানুয়ারি ২০২৬
রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে পবিত্র রমজান মাস। ১৯ ফেব্রুয়ারি প্রথম রোজা ধরে ঢাকা জেলার জন্য সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

বুধবার (২১ এপ্রিল) ইসলামিফ ফাউন্ডেশন এ সময়সূচি প্রকাশ করে। 

আরো পড়ুন:

সময়সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি প্রথম রমজানে ঢাকায় সাহরির শেষ সময় ভোররাত ভোর ৫টা ১২ মিনিট ও সন্ধ্যা ৫টা ৫৮ মিনিট। তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ করে ও ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলে ইসলামিক ফাউন্ডেশন থেকে জানা গেছে।

দেশের অন্যান্য বিভাগ ও জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দ্বীনি দাওয়াত বিভাগের কর্মকর্তারা।

হিজরি মাস মূলত চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই চাঁদ দেখার পরিপ্রেক্ষিতে এই সময়সূচি একদিন আগে-পরে হতে পারে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়