ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০০, ২৫ জানুয়ারি ২০২৬  
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ শিক্ষার্থী নিহত

ঢাকার যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। 

শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর শনিরআখড়া ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

নিহতরা হলেন, কলেজ শিক্ষার্থী খাইরুল হোসেন কামরুল (২১) ও তার বন্ধু মোহাম্মদ ইয়াসিন (২৫)।

আহত অবস্থায় পথচারীরা দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক খাইরুলকে মৃত ঘোষণা করেন। পরে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে ইয়াসিনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ মনসুর আলী জানান, শনিরআখড়া ওভারব্রিজের নিচে একটি মুরগিবাহী ট্রাক মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে দুজন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

খাইরুলের বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার মাহিনন্দা মাঝপাড়া গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। পরিবারের সঙ্গে তিনি পূর্ব ভাষানটেক দীন মোহাম্মদ স্টাফ কোয়ার্টারে বসবাস করতেন। খাইরুল ভাষানটেক সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নিহত খাইরুলের ভগ্নিপতি মোহাম্মদ মোহসিন জানান, খাইরুল ও ইয়াসিন মোটরসাইকেলে করে লক্ষ্মীপুর জেলার একটি বিয়ের দাওয়াতে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ী এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত মোহাম্মদ ইয়াসিনে বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরবংশী গ্রামে। তার বাবা মোহাম্মদ ফয়েজ উদ্দিন। তিনিও বর্তমানে ভাষানটেক এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢাকা/বুলবুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়