ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

বাংলাওয়াশে র‌্যাংকিংয়ে পাকিস্তানের অবনতি

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ২২ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাওয়াশে র‌্যাংকিংয়ে পাকিস্তানের অবনতি

ফাইল ফটো

ক্রীড়া প্রতিবেদক : ৩টি ওয়ানডে, ২টি টেস্ট ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসে পাকিস্তান। ১৭ এপ্রিল প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামার আগেই আইসিসি এক বার্তায় জানায় বাংলাদেশের কাছে পাকিস্তান ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলে র‌্যাংকিংয়ে পাকিস্তানের অবনতি হবে। সপ্তম স্থানে থাকা পাকিস্তান নেমে যাবে অষ্টম স্থানে। আর অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ উঠে আসবে সপ্তম স্থানে।

 

বাংলাদেশের র‌্যাংকিংয়ে কোনো উন্নতি না হলেও মূল্যবান ৫টি রেটিং পয়েন্ট যুক্ত হবে।  বুধবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই হারের ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতে নিয়েছে ৩-০ ব্যবধানে। ফলে পাকিস্তানের র‌্যাংকিংয়ে অবণতি হয়েছে। যেটা আইসিসি আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।

 

পাকিস্তান প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৭৯ রানে হার মানে। দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেয়। আর তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ সফরকারীদের উড়িয়ে দেয় ৮ উইকেটে।

 

বর্তমানে ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে পাকিস্তান। ৯২ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে অষ্টম স্থানে। আর ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে নবম স্থানে। ওয়ানডে সিরিজের ৩টি ম্যাচেই বাংলাদেশের কাছে পাকিস্তান হেরে যাওয়ায় তাদের ঝুলি থেকে কাটা যাচ্ছে মূল্যবান ৩টি রেটিং পয়েন্ট। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাদের রেটিং পয়েন্ট হবে সমান ৯২। সমান পয়েন্ট হলেও ক্যারিবিয়ানরা ০.১৩ পয়েন্টে এগিয়ে থাকায় সপ্তম স্থানটি ওয়েস্ট ইন্ডিজকে ছেড়ে দিয়ে অষ্টম স্থানে নেমে যেতে হবে পাকিস্তানকে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৫/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়