Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ০৪ আগস্ট ২০২১ ||  শ্রাবণ ২০ ১৪২৮ ||  ২৩ জিলহজ ১৪৪২

লাস্যময়ী জানভির রূপের ঝলক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ২৭ জুন ২০২১  
লাস্যময়ী জানভির রূপের ঝলক

বলিউড অভিনেত্রী জানভি কাপুর। প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের বড় মেয়ে তিনি।

২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমা জগতে পা রাখেন জানভি কাপুর। এরপর ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘রুহি’ সিনেমায় অভিনয় করেছেন। মুক্তির অপেক্ষায় এই অভিনেত্রীর ‘দোস্তানা-টু’ ও ‘গুড লাক জেরি’।

লাস্যময়ী জানভিকে নিয়ে এই ফটো ফিচার:

মুম্বাইয়ের ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে লেখাপড়া করেছেন জানভি

সিনেমায় নাম লেখানোর আগে ক্যালিফোর্নিয়ার লী স্ট্র্যাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন তিনি

শ্রীদেবী চাইতেন মেয়ে চিকিৎসক হোক। তবে জানভির পছন্দ ছিল অভিনয়


বেঁচে থাকতে জানভির শুটিং সেটে আসতেন শ্রীদেবী। মেয়েকে পরামর্শও দিতেন

সব সময় নিজের কাছে একটি গোলাপি পানির বোতল রাখেন জানভি। এটির নাম রেখেছেন ‘চুসকি’

মায়ের একটি হেয়ারব্রাশ এখন ব্যবহার করেন জানভি। এটি তার কাছে বর্তমানে সবচেয়ে মূল্যবান সম্পদ

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়