কারিশমার সতীন নন্দিতার যত প্রেম-বিয়েবিচ্ছেদ

কিছুদিন আগে মারা গেছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। ব্যবসায়ী সঞ্জয়ের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েন কারিশমা ও সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সাচদেব। সঞ্জয়ের শেষকৃত্যে উপস্থিত ছিলেন তারা দুজনেই। তবে সঞ্জয়ের প্রথম স্ত্রী ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহতানি ছিলেন না। ফলে এ নিয়ে বলিপাড়ায় কানাঘোষা চলছে। প্রাক্তন স্বামীকে বিদায় জানাতে শেষবারও কেন যাননি তা অবশ্য অজানা।
১৯৭৬ সালের জানুয়ারি মাসে মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন নন্দিতা মাহতানি। বাবা-মা, ভাইবোনের সঙ্গে সেখানেই থাকতেন তিনি। তার বাবা ছিলেন ব্যবসায়ী। বাবার পথ অনুসরণ করে ক্যারিয়ার গড়েন নন্দিতার ভাই। নন্দিতা ও তার বোন দু’জনেই পেশায় ফ্যাশন ডিজাইনার। মুম্বাইয়ে স্কুল জীবনের পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান নন্দিতা। লন্ডনের একটি কলেজ থেকে উচ্চতর ডিগ্রি নেন। ছোটবেলা থেকে ব্যবসায়ী হওয়ার পরিকল্পনা করেন। কিছুদিনের জন্য পারিবারিক ব্যবসায় যুক্তও হন নন্দিতা। কিন্তু বেশি দিন সেখানে মন টেকেনি তার।
১৯৯৮ সালে ফ্যাশন ডিজাইনার হিসেবে ক্যারিয়ার শুরু করেন নন্দিতা। দুই বছর পর তার বোন লন্ডনে একটি ফ্যাশন স্টোর খোলেন। দোকান খোলার পর নন্দিতারও সেই দিকে আগ্রহ জন্মায়। পরে দুই বোন একসঙ্গে কাজ করতে শুরু করেন। বোনের সঙ্গে কাজ করার কিছুদিন পর নন্দিতা তার নিজের ব্যবসা শুরু করেন। লন্ডনের পাশাপাশি মুম্বাই, গোয়ায় নিজের ফ্যাশন স্টোর খোলেন তিনি। ক্যাটরিনা কাইফ, গৌরী খান, ডিনো মরিয়ার মতো তাবড় তাবড় তারকাদের পোশাক নকশা করেন তিনি। বেশ কয়েক বছর ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির ফ্যাশন ডিজাইনার হিসেবেও কাজ করেন নন্দিতা।
২০১৯ সালে জনপ্রিয় কার্টুন সংস্থার সঙ্গে মিলে পোশাক তৈরি শুরু করেন নন্দিতা। নামকরা বহু পত্রিকার প্রচ্ছদের ফটোশুটও করেছেন। কানাঘুষা শোনা যায়, পেশাগত কাজ করতে গিয়ে একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়ান নন্দিতা। বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায়, বলিউড অভিনেতা ডিনো মরিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন নন্দিতা। তারা বিয়ে করারও পরিকল্পনা করেছিলেন।
লন্ডনে পড়াশোনার সময়ে সঞ্জয় কাপুরের সঙ্গে বন্ধুত্ব হয় নন্দিতার। দুই বছর সম্পর্কে থাকার পর ১৯৯৬ সালে বিয়ে করেন তারা। চার বছর সংসার করার পর ২০০০ সালে বিবাহবিচ্ছেদ হয় এই দম্পতির। বলিপাড়ার একাংশের দাবি, সঞ্জয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ডিনোর সঙ্গে সম্পর্ক গাঢ় হতে থাকে নন্দিতার। তাদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যেতে চেয়েছিলেন ডিনো। কিন্তু সদ্য বিবাহবিচ্ছেদের পর নন্দিতা তা চাননি। ভবিষ্যৎ নিয়ে মতের অমিল হওয়ায় এ সম্পর্কে চিড় ধরে। পরে ডিনো-নন্দিতা সম্পর্কের ইতি টানেন।
অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্কে জড়ান কারিশমা কাপুর খান। ২০০২ সালের অক্টোবর মাসে অমিতাভের ৬০তম জন্মদিন উদ্যাপন করার পাশাপাশি অভিষেক-কারিশমার সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন বচ্চন এবং কাপুর পরিবার। তাদের বাগদানও সম্পন্ন হয়। কিন্তু অভিষেকের সঙ্গে কারিশমার সম্পর্ক বিয়েতে গড়ায়নি। বরং ভেঙে যায়।
২০০৩ সালের সেপ্টেম্বরে দিল্লির শিল্পপতি সঞ্জয় কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কারিশমা কাপুর। নন্দিতার সঙ্গে আইনি বিচ্ছেদ হওয়ার ১০ দিনের মাথায় কারিশমাকে বিয়ে করেন সঞ্জয়। ১৩ বছর এক ছাদের তলায় সংসার করেন তারা। কিন্তু তাদের বিবাহিত জীবন সুখকর ছিল না। দুই সন্তানের বাবা-মা হওয়ার পরও ২০১৬ সালে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন কারিশমা-সঞ্জয়। গুঞ্জন রয়েছে, কারিশমার সঙ্গে বিয়ের পরও সঞ্জয় প্রাক্তন স্ত্রী নন্দিতার সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। এমনকি নিয়মিত শারীরিক চালিয়ে যান। বিষয়টি জানার পর আপত্তি জানান কারিশমা কাপুর। ফলে সঞ্জয় নানাভাবে কারিশমাকে অত্যাচার করতে থাকেন।
২০২১ সালে অভিনেতা বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে বাগদান সারেন নন্দিতা। আগরার তাজমহলে আংটিবদল করার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান তারা। কিন্তু বিয়ের পিঁড়ি পর্যন্ত সেই সম্পর্ক এগোয়নি। দু’বছর পর বিদ্যুতের সঙ্গে ভেঙে যায় নন্দিতার সম্পর্ক।
সতীন কারিশমা কাপুরের চাচাতো ভাই রণবীর কাপুরের সম্পর্কে জড়িয়েছিলেন নন্দিতা। বলিউডের জোর গুঞ্জন, রণবীর-নন্দিতা ডেট করতেন। এক সাক্ষাৎকারে নন্দিতা প্রসঙ্গে রণবীর কাপুর বলেছিলেন—“আমার তখন সদ্য তারুণ্যের ছোঁয়া লেগেছে। নন্দিতাকে আমার খুব ভালো লাগত। সুন্দরী, নম্র স্বভাবের মেয়ে নন্দিতা। আমরা বেশ কয়েকবার নৈশভোজে গিয়েছিলাম।”
ঢাকা/শান্ত