RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ১৬ জানুয়ারি ২০২১ ||  মাঘ ২ ১৪২৭ ||  ০১ জমাদিউস সানি ১৪৪২

উন্নয়ন কর্মকাণ্ড অব‌্যাহত রাখতে খোকনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ১০ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উন্নয়ন কর্মকাণ্ড অব‌্যাহত রাখতে খোকনের আহ্বান

চলমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে নতুন মেয়রকে আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

সোমবার খিলগাঁও জোড়পুকুর খেলার মাঠ উদ্বোধন এবং মেয়র সাঈদ খোকন একাদশ ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী একাদশের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

সাঈদ খোকন বলেন, ‘আমাদের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। আমরা যতটুকু করে গেলাম, সেখান থেকে তারা শুরু করে এই সমস্ত কাজগুলো আরো এগিয়ে নিয়ে যাবেন। তাদের প্রতি আমার অনুরোধ রইলো- তারা এই সুন্দর কাজগুলো মেনটেইন করবেন এবং এখান থেকে আরো সুন্দর সুন্দর কাজ করবেন।’

ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেন, ‘সকলের সহযোগিতা নিয়ে এই সুন্দর মাঠটির পরিবেশ ধরে রাখতে চাই। আমরা মেয়র ও সিটি করপোরেশনকে ধন্যবাদ জানাই। শুধু খিলগাঁওতে নয়, ঢাকা শহরে আরো এমন অনেক মাঠ গড়ে উঠেছে। আমি আশরা করব এই মাঠগুলো সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ওয়াহিদুল হাসান, স্থপতি রফিক আজম, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হক প্রমুখ।


ঢাকা/নূর/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়