ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিতে আ.লীগ নেতাকর্মীদের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ১০ অক্টোবর ২০২০   আপডেট: ২১:০৫, ১০ অক্টোবর ২০২০
স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিতে আ.লীগ নেতাকর্মীদের নির্দেশ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (ফাইল ফটো)

স্থানীয় সরকার নির্বাচনের জন‌্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যাচাই-বাছাই করে শক্তিশালী ও স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীর নাম প্রস্তাব করার পরামর্শ দিয়েছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) আওয়ামী লীগের গাজীপুর শাখার বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে এ পরামর্শ দেন ওবায়দুল কাদের। সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘সামনে আসছে বিভিন্ন পর্যায়ের স্থানীয় সরকার পরিষদের নির্বাচন। এখন থেকেই এসব নির্বাচনে জয়ের প্রস্তুতি নিতে হবে। নির্বাচনে জয়ের জন্য যথাযথ প্রার্থী নির্বাচন গুরুত্বপূর্ণ। প্রার্থী নির্ধারণ সর্বসম্মত হতে হবে।’

শক্তিশালী এবং গণমুখী সংগঠনের জন্য ঐক্যের বিকল্প নেই, উল্লেখ করে তিনি বলেন, ‘সংগঠনের মজবুত জনভিত্তি তৈরি করতে হলে থাকতে হবে ঐক্যবদ্ধ। ছোট-খাটো বিষয়ে মতের অমিল থাকলে তা মিটিয়ে ফেলতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের দলের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ হচ্ছে, অনতিবিলম্বে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় পর্যন্ত শক্তিশালী সংগঠন গড়ে তোলা হবে জেলা আওয়ামী লীগের প্রধান লক্ষ্য। পাশাপাশি শহর এবং পৌরসভা কমিটিকেও মজবুত করতে হবে। বাড়াতে হবে জনসমর্থন।’

জেলা সম্মেলনের আগে ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা শাখার সম্মেলন অবশ্যই শেষ করতে হবে বলেও জানান তিনি।
করোনাকালে গাজীপুর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ওবায়দুল কাদের।

ঢাকা/পারভেজ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়