ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফিলিস্তিনে হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘ বরাবর আহলে সুন্নাতের স্মারকলিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ১৭ মে ২০২১   আপডেট: ১৯:০৬, ১৭ মে ২০২১
ফিলিস্তিনে হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘ বরাবর আহলে সুন্নাতের স্মারকলিপি

জাতিসংঘের আবাসিক প্রতিনিধির কার্যালয়ে স্মারকলিপি দেন আহলে সুন্নাতের নেতারা

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়াসহ পাঁচ দফা দাবিতে জাতিসংঘ বরাবর স্মারকলিপি দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ।

সোমবার (১৭ মে) দুপুরে সংগঠনটির নির্বাহী মহাসচিব উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাজধানীর আগারগাঁওয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির কার্যালয়ে স্মারকলিপি পৌঁছে দেন।

প্রতিনিধিদলে ছিলেন—আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদী, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ আনিসুর রহমান, ড. মুহাম্মদ নাসির উদ্দীন, মাওলানা সোলাইমান খান রাব্বানী, মুহাম্মদ ইমরান হুসাইন তুষার, মাওলানা আহমাদ রেজা ফারুকী প্রমুখ।

ফিলিস্তিন দূতাবাসে আহলে সুন্নাতের প্রতিনিধিদল:

ইসরায়েলি বাহিনীর হামলায় হতাহত ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা জানাতে সোমবার আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রতিনিধিদল রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে যান। এ সময় তাদের স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদান। পরে তার সঙ্গে বৈঠকে করেন আহলে সুন্নাতের নেতারা।

বৈঠকে আহলে সুন্নাত নেতারা ফিলিস্তিনের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে ফিলিস্তিনবাসীর এই কঠিন সময়ে চিকিৎসা সামগ্রী পাঠানোসহ অন‌্যান‌্য সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

এ সময় রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদান বলেন, ‘বাংলাদেশ থেকে ওষুধ কিংবা অন্যান্য সামগ্রী পাঠানোর ক্ষেত্রে বড় ধরনের আয়োজন করতে হয়। বাংলাদেশ সরকারসহ আহলে সুন্নাতের সমর্থনই আমাদের জন্য বড় সমর্থন ও সহযোগিতা। এজন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ।’

ভবিষ্যতে কোনো সহযোগিতার প্রয়োজন আহলে সুন্নাতের প্রতিনিধিকে জানানো হবে বলে জানান ফিলিস্তিনের রাষ্ট্রদূত।

এ সময় জাতিসংঘ বরাবর দেওয়া স্মারকলিপির একটি কপি ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করা হয়।

নঈমুদ্দীন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়