ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিএনপির নেতৃত্ব কোথায়: প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৯, ৭ মে ২০২২   আপডেট: ২০:৫২, ৭ মে ২০২২
বিএনপির নেতৃত্ব কোথায়: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলটির শীর্ষ নেতারা

দুর্নীতির মামলায় বিএনপির শীর্ষ দুই নেতা সাজাপ্রাপ্ত হওয়ায় এখন দলটির নেতৃত্বে কে, সে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেছেন, ‘বিএনপির নেতৃত্ব কোথায়? দুজনই তো সাজাপ্রাপ্ত। এদের সঙ্গে ডান-বাম, অতিবাম এসে যোগ দিয়েছে।’

‘কিন্তু আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। আওয়ামী লীগ ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। কখনও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি।’

শনিবার (৭ মে) বিকেলে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারকে কেন উৎখাত করতে হবে? আমাদের অপরাধ কী? কোথায় আমরা ব্যর্থ হয়েছি?’

তিনি বলেন, ‘জিয়া-এরশাদ-খালেদা-তারেক সবাই মানুষ হত্যা করেছে। জীবন্ত মানুষ পুড়িয়ে মেরেছে। জিয়া নির্বাচনে প্রহসন ও ভোট কারচুপির কালচার শুরু করে। আওয়ামী লীগ কখনও ভোটে পেছনে ছিল না। পারসেন্টেজ বেশি ছিল। নানা ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ভোটে পিছিয়ে রাখা হয়েছে। নানা ষড়যন্ত্রের মাঝেও আমরা এগিয়েছি।’

শেখ হাসিনা বলেন, ‘জিয়া-এরশাদ-খালেদা এদের সময় ক্ষমতা ছিল ক্যান্টনমেন্টে। পাকিস্তানি স্টাইলে মিলিটারি ডিকটেটরশিপ চালু করেছিল। আমরা পরাধীনদের অনুসরণ করব না। নিজস্বভাবে দেশের উন্নয়ন করব, মাথা উঁচু করে চলব।’

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আমরা নিয়মিত দলের সম্মেলন করি। সময় কাছে এগিয়ে এসেছে। এর আগে কিছু কাজ আমরা করি। ঘোষণাপত্রের অনেক কিছু বাস্তবায়ন করেছি। উন্নয়নের ধারা আরও অব্যাহত রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘জনগণকে ধন্যবাদ বারবার ভোট দিয়েছে। টানা তিন বার ক্ষমতায় রেখেছে। অনেক উন্নয়ন হয়েছে। জীবনযাত্রার মান বেড়েছে। আমরা চাই, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক।’

বৈঠকে আওয়ামী লীগেকে আরও শক্তিশালী করার আহ্বান জানান দলটির সভাপতি।

মানুষ এবার ঈদে নির্বিঘ্ন বাড়ি গেছে ও ফিরছে, এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেছেন, ‘মানুষ গ্রামের বাড়িতে গিয়ে ঈদ করেছে, উৎসব করেছে। এতে গ্রামে অর্থের সরবরাহ বেড়েছে।’
গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার মাধ‌্যমে আওয়ামী লীগ সরকার তৃণমূল থেকে উন্নয়ন করছে বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান দলের নেতারা।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিক বিটু জানান, সভার শুরুতেই কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীকে তার ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবসে’ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের বাধা উপেক্ষা করেই ওই বছরের ৭ মে দেশে ফিরেছিলেন তিনি।

বৈঠকে প্রয়াত আহসানউল্লাহ মাস্টা‌রের স্মর‌ণে এক মি‌টি নীরবতা পালন করা হয়।

পারভেজ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়