ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাধায় নতুন ছাত্র সংগঠন ঘোষণা পণ্ড

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৭:৫১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাধায় নতুন ছাত্র সংগঠন ঘোষণা পণ্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে আজ নতুন ছাত্র সংগঠন আসার ঘোষণা দিয়েছিলেন সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। কিন্তু ছাত্র সংগঠন ঘোষণা দেওয়ার আগেই বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাধায় নতুন ছাত্র সংগঠন ঘোষণা পণ্ড হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

শিক্ষার্থীদের দাবি, সাবেক সমন্বয়ক রিফাত রশিদকে কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদ না দেওয়ায় তারা বিক্ষোভ করছেন। এ ছাড়াও তাদের দাবি, উত্তরা পূর্ব ও পশ্চিমে কমিটি না দেওয়ায় তারা বিদ্রোহ করেছেন। 

বিক্ষোভকারী আরেক শিক্ষার্থী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রিফাত রশিদের ভূমিকা আপনারা সবাই জানেন। তাকে বাদ দিয়ে যদি কোন কমিটি হয় তা কখনো আমাদের ম্যান্ডেট নিয়ে হতে পারে না। 

নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ আত্মপ্রকাশের ঠিক আগ মুহূর্তে মিছিল নিয়ে মধুতে আসেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নতুন সংগঠনের বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে প্রতিনিধি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

তারা জানান, গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না থাকলে শেখ হাসিনা পালাতো না। ১৭ তারিখ থেকে আন্দোলন চালিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুধু সহ সমন্বয়ক হিসেবে রিফাত রশিদকে রাখা হয়েছিল। যখন নতুন ছাত্র সংগঠন তৈরির ঘোষণা আসলো তখন তাকেও বঞ্চিত করা হয়েছে। রিফাত রশিদকে ছাড়া কোনো নতুন ছাত্র সংগঠন তৈরি করতে দেওয়া হবে না।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, আন্দোলনে বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ হয়েছেন। কিন্তু ৫ আগস্টের পর সব ক্রেডিট নিতে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এটার জন্য আমাদের ভাইরা জীবন দেয়নি।

এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাবিতে আসার কারণে সংবাদ সম্মেলন আপাতত স্থগিত করা হয়েছে।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নিয়ে ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ আত্মপ্রকাশ করবে, এমনটি ঘোষণা দেওয়া হয়েছিল। জানা গেছে, সংগঠনটির আহ্বায়ক থাকবেন আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান। 

এই ছাত্র সংগঠনের নেতৃত্বে থাকছেন ‘গণতান্ত্রিক ছাত্রশক্তির’ সাবেক নেতারা। আখতার হোসেনসহ কিছু শিক্ষার্থী ২০২৩ সালের ৪ অক্টোবর গণতান্ত্রিক ছাত্রশক্তি বাংলাদেশ নামে ছাত্র সংগঠনটির ঘোষণা দেন। ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর সংগঠনটি তাদের কার্যক্রম স্থগিত এবং কমিটি বিলুপ্ত ঘোষণা করে। 

ঢাকা/রায়হান/এনএইচ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়