মালয়েশিয়ায় পৌঁছেছেন নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
শুক্রবার সন্ধ্যায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে নাহিদ ইসলামকে স্বাগত জানান এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার নেতৃবৃন্দ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মালয়েশিয়ায় পৌঁছেছেন।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রবাসী ও শুভানুধ্যায়ীগণ।
মালয়েশিয়ায় পৌঁছেই পুত্রাজায়া বড় মসজিদে মাগরিবের নামাজ আদায় করে সফর কার্যক্রম শুরু করেন নাহিদ ইসলাম। তার সফরসঙ্গী হিসেবে আছেন দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ।
নাহিদ ইসলাম মালয়েশিয়া সফরকালে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, অধিকার আদায়ের সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষ্যে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
ঢাকা/রায়হান/রফিক