ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এনসিপির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ২৭ সেপ্টেম্বর ২০২৫  
এনসিপির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক

এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে সফররত ইইউ প্রতিনিধিদলের সদস্যদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : এনসিপি

সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে এই বৈঠক হয়।

আরো পড়ুন:

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি, ইইউ ডেলিগেশন টু বাংলাদেশের ডেপুটি হেড বাইবা জারিনা এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এনসিপির প্রতিনিধি দলে ছিলেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া, খালেদ সাইফুল্লাহ ও তাজনূভা জাবীন, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ ও জহিরুল ইসলাম মুসা এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্।

বৈঠকে দেশের নির্বাচন পরিস্থিতি, নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমের সম্ভাবনা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়।

ঢাকা/রায়হান/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়