ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এনসিপিকে ৫০ প্রতীক থেকে পছন্দ করতে ইসির চিঠি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৩, ২ অক্টোবর ২০২৫   আপডেট: ২১:১৬, ২ অক্টোবর ২০২৫
এনসিপিকে ৫০ প্রতীক থেকে পছন্দ করতে ইসির চিঠি

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ৫০টি প্রতীকের একটি তালিকা থেকে পছন্দের প্রতীক বাছাই করার জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলের প্রস্তাবিত প্রতীক ‘শাপলা’ নির্বাচন পরিচালনা বিধিমালায় না থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে ইসি। আগামী ৭ অক্টোবরের মধ্যে এনসিপিকে নতুন প্রতীক নির্ধারণ করে জানাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) নির্বাচন কমিশনের সূত্র জানায়, ইসির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. রফিকুল ইসলাম এই বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি পাঠিয়েছেন।

আরো পড়ুন:

চিঠিতে উল্লেখ করা হয়, এনসিপি দলটি শাপলা, কলম ও মোবাইল ফোন প্রতীক চেয়ে আবেদন করে। পরবর্তীতে তারা শাপলা প্রতীকের পরিবর্তে সাদা বা লাল শাপলা প্রতীক চেয়ে আবেদন সংশোধন করে। কিন্তু নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধি ৯(১) অনুযায়ী এসব প্রতীক তালিকাভুক্ত না থাকায় তা বরাদ্দ দেওয়া সম্ভব নয়।

চিঠিতে বলা হয়, দলটি নিবন্ধনের পর প্রার্থীদের জন্য যে প্রতীক নির্ধারিত হবে, সেটিই দলের সংরক্ষিত প্রতীক হিসেবে বিবেচিত হবে, যদি না ভবিষ্যতে তারা অন্য প্রতীক চেয়ে আবেদন করে। সে অনুযায়ী ৫০টি প্রতীকের একটি তালিকা দেওয়া হয়েছে, সেখান থেকে একটি প্রতীক নির্বাচন করে ইসিকে জানাতে বলা হয়েছে।

ইসির প্রস্তাবিত প্রতীকগুলোর মধ্যে রয়েছে:
আলমিরা, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।

জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন পরিচালনা বিধিমালার তালিকায় মোট ১১৫টি প্রতীক রয়েছে। সেখানে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা প্রতীক নেই বলে জানিয়েছে ইসি।

ঢাকা/এএএম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়