ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ ন্যায্য বিচারের আশা মির্জা ফখরুলের

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ১৭ নভেম্বর ২০২৫   আপডেট: ১১:৩৫, ১৭ নভেম্বর ২০২৫
আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ ন্যায্য বিচারের আশা মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ফটো।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরু‌দ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ ন্যায্য বিচার নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফেসবুকে তার ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে তিনি এ আশা প্রকাশ করেন। 

লাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, “ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষিত হবে। আমি আশা করব, আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে। জাতি অপেক্ষায় আছে!
মুগ্ধ, ওয়াসিম, আবু সাইদ আরও অনেকে অপেক্ষায় আছে! অপেক্ষায় আছে আগামীর বাংলাদেশ।” 

সোমবার (১৭ নভেম্বর)  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করবেন। 

এ মামলায় শেখ হাসিনা ছাড়াও বাকি দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক এই মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক রয়েছেন।

আন্দোলন দমনে ১৪০০ জনকে হত্যার উসকানি, প্ররোচনা ও নির্দেশ দান, ‘সুপিরিয়র কমান্ড রেসপনসেবলিটি’ এবং ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের’ মোট পাঁচ অভিযোগে গত ১০ জুলাই তিন আসামির বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়