ঢাকা     মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজনীতি হবে মানুষের সেবা ও দেশের উন্নয়নের জন্য: হাবিব

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ১৩ জানুয়ারি ২০২৬  
রাজনীতি হবে মানুষের সেবা ও দেশের উন্নয়নের জন্য: হাবিব

ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।

ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, “রাজনীতির সঙ্গে যুক্ত মানুষদেরই সমাজে সবচেয়ে বেশি উদার, সহনশীল ও দায়িত্বশীল হতে হবে। নিজেদের আচরণ, কথাবার্তা ও কর্মকাণ্ডের মাধ্যমে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে রাজনীতির বাইরে থাকা সৎ ও দেশপ্রেমিক মানুষরাও দেশ গঠনের কাজে এগিয়ে আসেন।”

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

হাবিব বলেন, “রাজনীতির উদ্দেশ্য শুধু ক্ষমতায় যাওয়া নয়; রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত দেশ ও মানুষের সেবা করা। সেই সেবামূলক রাজনীতির মাধ্যমেই আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আজ তোমরা যে উদ্যোগ নিয়েছ, তা প্রমাণ করে ছাত্রদল সবসময় মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতিতে বিশ্বাস করে। শিক্ষাঙ্গনের উন্নয়ন ও মানবসেবামূলক কাজে আমরা সবসময় পাশে আছি এবং থাকব।”

কলেজটির শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, “আমরা চাই খিলগাঁও মডেল কলেজ এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হোক, যেখানে ভর্তি হওয়ার জন্য প্রতিযোগিতা হবে এবং দেশ-বিদেশে এর সুনাম ছড়িয়ে পড়বে।”

ঢাকা/আলী/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়