ঢাকা     মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বুধবার ঢাকায় আসছে স্বপ্নের ‘বিশ্বকাপ ট্রফি’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ১৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:৪২, ১৩ জানুয়ারি ২০২৬
বুধবার ঢাকায় আসছে স্বপ্নের ‘বিশ্বকাপ ট্রফি’

কোটি ফুটবলপ্রেমীর অপেক্ষার প্রহর ফুরোচ্ছে। বিশ্বভ্রমণের অংশ হিসেবে আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশে আসছে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্মারক ‘ফিফা বিশ্বকাপ ট্রফি’। ২০২৬ সালের মেগা বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বজুড়ে যে উদ্দীপনা তৈরি হয়েছে, এই ট্রফি সফরের মাধ্যমে সেই আবেশে এবার যুক্ত হতে যাচ্ছে লাল-সবুজের দেশ।

গত শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে এই বিশ্বভ্রমণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ২০০৬ বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরো। কোকা-কোলার বিশেষ বিমানে চড়ে ৩০টি দেশের ৭৫টি গন্তব্য ছোঁবে এই ট্রফি। ১৫০ দিনেরও বেশি সময় ধরে চলা এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ স্টপেজ হিসেবে আগামীকাল ঢাকায় নামবে ফুটবলের এই সর্বোচ্চ সম্মান।

ফিফা এবং কোকা-কোলার যৌথ উদ্যোগে আয়োজিত এই ট্রফি ট্যুরটি এবার কিছুটা সীমিত পরিসরে উদযাপন করা হচ্ছে। নিরাপত্তা ও ব্যবস্থাপনার খাতিরে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত প্রদর্শনীর পরিবর্তে কেবল কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনে অংশ নেওয়া ভাগ্যবান বিজয়ীরাই ট্রফিটি দেখার এবং এর সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। গত ৮ জানুয়ারি এই বিশেষ ক্যাম্পেইনটি শেষ হয়েছে।

আগামী ২০২৬ সালের বিশ্বকাপটি হতে যাচ্ছে ইতিহাসের সবচাইতে বড় আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এবার ৪৮টি দেশ অংশ নেবে, যেখানে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক আসরের উন্মাদনা ছড়িয়ে দিতেই ফিফা ও কোকা-কোলা দীর্ঘ দুই দশক ধরে এই ট্রফি ট্যুরের আয়োজন করে আসছে।

এক নজরে ট্রফি ট্যুরের খুঁটিনাটি:
সফরকাল: ১৫০ দিনেরও বেশি।
গন্তব্য: বিশ্বের ৩০টি দেশের ৭৫টি শহর।
বিশেষ আকর্ষণ: ২০২৬ বিশ্বকাপের তিন আয়োজক দেশসহ ভবিষ্যৎ আয়োজক মরক্কো, পর্তুগাল, স্পেন, ব্রাজিল ও সৌদি আরবও থাকবে এই তালিকায়।

ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাই এই সফর প্রসঙ্গে বলেন, ‘‘বিশ্বকাপ ট্রফি খেলাধুলার জগতে সর্বোচ্চ সম্মানের প্রতীক। এই সফরের মাধ্যমে আমরা বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের বিশ্বকাপের উত্তেজনার সঙ্গে সরাসরি যুক্ত করতে চাই।’’

অন্যদিকে, কোকা-কোলার ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে জানান, ফুটবলের জাদু দিয়ে মানুষকে একত্রিত করাই তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য।

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এই সফর কেবল একটি প্রদর্শনী নয়, বরং ফুটবলের প্রতি তাদের আবেগ ও ভালোবাসার এক অনন্য স্বীকৃতি। যদিও সীমিত পরিসরে অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে, তবুও মূল ট্রফির উপস্থিতিতেই দেশের ক্রীড়াঙ্গনে এখন সাজ সাজ রব।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়