মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ১০
ছবি সংগৃহীত
রাজধানীর মিরপুরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুর থানার পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এই ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, সন্ধ্যায় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। খবর পাওয়ার পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।
পুলিশের মিরপুর বিভাগের ডিসি মইনুল হক সংঘর্ষের তথ্য জানিয়ে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।”
ঢাকা/এমআর/এসবি