ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় ৪৩ জনের মনোনয়নপত্র দাখিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৩, ১৫ এপ্রিল ২০২৪  
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় ৪৩ জনের মনোনয়নপত্র দাখিল

চাঁপাইনবাবগঞ্জে প্রথম ধাপে অনুষ্ঠিতব্য তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৪৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলার নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় প্রার্থীরা সবাই অনলাইনে মনোনপত্র জমা দেন। সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এতথ্য জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি মনোনয়নপত্র দাখিল হয়ে গোমস্তাপুর উপজেলায়। এখানে ১৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোলাহাট উপজেলায় মনোনয়নপত্র দাখিল করেছেন ১৪ জন। নাচোল উপজেলায় ১০ জন মনোনয়নপত্র জমা দেন।

গোমস্তাপুরে চেয়ারম্যান পদে পিতা-পুত্রসহ ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র জমা দেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন ও তার ছোট ছেলে আব্দুল্লাহ আল রায়হান, বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন রেজা, যুবলীগ নেতা সেরাজুল ইসলাম টাইগার, বর্তমান নারী ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য হালিমা বেগম। 

ভাইস চেয়ারম্যান পদের জন্য আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, বর্তমান ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, ওবায়দুর রহমান, জামায়াত নেতা খায়রুল আমান, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, যুবলীগ নেতা মাসুদ পারভেজ ও মোকসেদুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন। 

নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, মনিরা, জোহনা খাতুন, শামীমা বেগম, শিরিন আকতার, সুলতানা খাতুন ও শামীমা জাহান সারা।

ভোলাহাটে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল গাফফার মুকুল, সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আল আমিন, বিএনপি উপজেলা শাখার আহ্বায়ক মো. বাবর আলী বিশ্বাস, বিএনপি নেতা ইয়াজদানি জর্জ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুসেন আলী, উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক মো. কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কায়সার আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. লোকমান আলী।

নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন- উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোসা. শাহাজাদি বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসা. শাহনাজ খাতুন, বিএনপি নেত্রী মোসা. রেশমাতুল আরশ রেখা।

নাচোলে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, যুবলীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। 

ভাইস চেয়ারম্যানপদে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক কামাল হোসেন এবং বিএনপি সমর্থিত একাংশের দুরুল হোদা। 

নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি, যুবমহিলা লীগের শামিমা খাতুন লিপি এবং রাশিদা খাতুন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। ভোট গ্রহণ হবে ৮ মে। 

মেহেদী/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়