ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৮ জেলা নারী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

নীলফামারী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ২ ডিসেম্বর ২০২৩  
৮ জেলা নারী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

রংপুর বিভাগের ৮ জেলার নারী ফুটবল দল নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে নীলফামারীর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক।

উদ্বোধনী খেলায় রংপুর জেলা ও পঞ্চগড় জেলা নারী ফুটবল দল অংশ নেয়। খেলায় প্রথম থেকে রংপুর নারী দল পঞ্চগড় দলের উপর আক্রমণ চালাতে থাকে। একের পর এক রংপুর দলের ফরোয়ার্ডদের আক্রমণ পঞ্চগড় দলের গোলরক্ষক রুখে দেয়। তবে ১৩ মিনিটে ও ১৭ মিনিটে দুটি গোল দেয় রংপুরের ৬ নং জার্সিধারী খেলোয়াড় শীলা। ২-০ ব্যবধানে খেলায় বিরতিতে যায় দুই দল। বিরতি শেষে আবারও আক্রমণ শুরু করে রংপুর। দ্বিতীয়ার্ধে খেলার ৪০ মিনিটে ২৭নং জার্সিধারী রত্নার গোলে ৩-০ গোলে এগিয়ে যায় রংপুর। রংপুর নারী দলের সঙ্গে পাত্তা না পেলেও একাই লড়াই করে পঞ্চগড় দলের গোলরক্ষক। ৩-০ গোল ব্যবধানে রংপুর জেলা নারী দল উদ্বোধনী খেলায় জয়ী হয়।

আরো পড়ুন:

সিথুন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়