ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাঙ্গুনিয়ায় রাবার ড্যাম বদলে দিল কৃষকের ভাগ্য

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ৩ এপ্রিল ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাঙ্গুনিয়ায় রাবার ড্যাম বদলে দিল কৃষকের ভাগ্য

রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নে নবনির্মিত ইছামতি নদীর রাবার ড্যাম

রেজাউল করিম, চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পশ্চাদপদ জনপদ উত্তর রাঙ্গুনিয়ার প্রায় ৫ হাজার কৃষকের ভাগ্য বদলে দিয়েছে একটি রাবার ড্যাম।

স্থানীয় সাংসদ ড. হাছান মাহমুদের উদ্যোগে এই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইছামতি নদীর ওপর একটি রাবার ড্যাম নির্মিত হওয়ায় উত্তর রাঙ্গুনিয়ার ৫টি ইউনিয়নের কমপক্ষে ২ হাজার একর পতিত জমি চাষাবাদের আওতায় এসেছে।

বর্ষা মৌসুম ছাড়া বছরের অধিকাংশ সময় পতিত থাকা এসব জমিতে বছরের ১২ মাসই চাষাবাদ কিংবা মৌসুমী সবজি উৎপাদনের সুযোগ পাওয়ায় কৃষকদের ঘরে ঘরে এখন আনন্দের বন্যা। একটি রাবার ড্যামের কারণে ৫ হাজার কৃষকের ভাগ্য বদলের পাশাপাশি উন্নয়ন চিত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

রাঙ্গুনিয়া ইছামতি রাবার ড্যাম প্রকল্প পরিচালক বিএডিসির প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. হাফিজ উল্লাহ জানান, রাঙ্গুনিয়ার সাংসদ ড. হাছান মাহমুদের বিশেষ উদ্যোগে কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সার্বিক তত্তা¡বধানে এবং জলবায়ু ট্রস্টের অর্থায়নে ইছামতি নদীর ওপর রাবার ড্যামটি নির্মিত হয়েছে। প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে পারুয়া সৈয়দনগর এলাকায় রাবার ড্যাম প্রকল্পটি বাস্তবায়ন সম্পন্ন হয় গত ডিসেম্বর মাসে। চলতি বছরের জানুয়ারি মাস থেকেই এই রাবার ড্যামের সুফল পেতে শুরু করেছেন কৃষক। এই রাবার ড্যামের ফলে রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়ার ৫টি ইউনিয়নের কৃষিকাজে অভূতপুর্ব বিপ্লবের সুফল এখন থেকে কয়েক হাজার কৃষক পেতে থাকবে।

রাঙ্গুনিয়ার কৃষকরা জানান, রাবার ড্যাম নির্মিত হওয়ার পূর্বে উত্তর রাঙ্গুনিয়ার ৫টি ইউনিয়নের দুই হাজার একর জমি অনাবাদি থাকত। এসব এলাকার জমিতে চাষাবাদ থেকে বঞ্চিত ছিল ৫ হাজারেরও বেশি কৃষক। এখন অনাবাদি জমিতে কৃষিকাজ ও সবজি চাষাবাদে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে এই রাবার ড্যাম। কৃষকরা নতুন করে স্বপ্ন দেখছে এলাকার সার্বিক উন্নয়নে।

রাবার ড্যাম ও ড্যামের ওপর ব্রিজ নির্মিত হওয়ায় এলাকার পিছিয়েপড়া জনগোষ্ঠী নতুনভাবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। ইছামতি রাবার ড্যাম এলাকার বিস্তীর্ণ অংশে মৎস্য চাষে অপার সম্ভাবনা দেখা দিয়েছে। সম্মিলিত উদ্যোগে মৎস্য চাষ করা হলে এলাকার অর্থনৈতিক উন্নয়নের ব্যাপক ভূমিকা রাখবে বলে এলাকাবাসী মত প্রকাশ করেন। এ ছাড়া শীতকালীন সময়ে মৌসুমী সবজি আবাদে রাবার ড্যামের ব্যাপক সুফল পাবে শত শত কৃষক।

 

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/৩ এপ্রিল ২০১৬/রেজাউল/রিশিত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়