ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কনার ‘চাঁদের কণা’

আমিনুল ই শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৪, ৮ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কনার ‘চাঁদের কণা’

কনা

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কণ্ঠশিল্পী কানিজ সুবর্ণা ও রমার পর এবার আরেকটি গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। দেশের জনপ্রিয় নারী কণ্ঠশিল্পীদের নিয়ে প্রকাশিত হচ্ছে ‘ডিজে রাহাত উইথ স্টারস’ শিরোনামে একটি মিক্সড অ্যালবাম। এতেই  ‘চাঁদের কণা’ শিরোনামের গানটি গেয়েছেন এ কণ্ঠশিল্পী।  

কনার নামকে ঘিরেই এ গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন মীর মাসুম। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। কিছুদিনের মধ্যেই গানটির মিউজিক ভিডিও তৈরি হবে। এরপর অনলাইন এবং বিভিন্ন টিভি চ্যানেলে গানটি প্রচারিত হবে বলে জানিয়েছেন কনা।

এ প্রসঙ্গে কনা বলেন, ‘ডিজে রাহাতের কাজ আমার খুব পছন্দ। আমার জন্য দারুণ একটি গান বানিয়েছেন তিনি। গানটির কথা, সুর, সংগীত সবই আমার মনে ধরেছে। আশা করি, শ্রোতাদেরও ভালো লাগবে।’

ডিজে রাহাত বলেন, ‘কনার গায়কী সব সময়ই চমৎকার। রিদমিক ধাঁচের ওপর করা হয়। এই গানটিতেও তার প্রমাণ রেখেছে। গানটি নিয়ে আমি বেশ আশাবাদী।’

আসছে পয়লা বৈশাখে এ অ্যালবামটি প্রকাশিত হবে। এতে কানিজ, রমা ও কনা ছাড়াও আরো কয়েকজন জনপ্রিয় গায়িকার কণ্ঠ দেওয়ার কথা রয়েছে। এ অ্যালবামের সব গানের কথা লিখছেন রবিউল ইসলাম জীবন।




রাইজিংবিডি/ঢাকা/৮ ফেব্রুয়ারি ২০১৬/শান্ত/ এএন 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়