ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সবচেয়ে ভয়ংকর ভিডিও গেম ‘স্যাড স্যাটান’

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১০, ৩ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সবচেয়ে ভয়ংকর ভিডিও গেম ‘স্যাড স্যাটান’

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বিনোদনের জন্য খুব জনপ্রিয় একটি মাধ্যমে ভিডিও গেমস। বিশেষ করে আধুনিক বিশ্বে উন্মাদনার অপর এক নাম ভিডিও গেমস। কেননা ভিডিও গেমস এখন অনেক বেশি উপভোগ্য এবং চ্যালেঞ্জিং।

 

কঠিন ও চ্যালেঞ্জিং গেম খেলতে অনেকেই পছন্দ করেন। এরকমই একজন হচ্ছে আইরিশ যুবক জেমি ফারেল। তবে তার এক অদ্ভূত নেশা রয়েছে, ভার্চুয়াল জগতের ডার্কেস্ট ফ্যাক্টগুলো খুঁজে বের করা।

 

এই নেশার তাগিদেই ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে একদিন তার নজরে পড়ে এক অদ্ভুত ভিডিও গেম। নাম ‘স্যাড স্যাটান’। বাংলায় যার মানে দাঁড়ায় ‘দুঃখিত শয়তান’। এটিকে বলা হচ্ছে, বিশ্বের সবচেয়ে ভয়ংকর ভিডিও গেম। যারা খেলেছে, এই দাবিই করেছেন। আজ অবধি কেউ জানে না, কে তৈরি করেছিলেন এই গেমটি।

 

জেমি নিজে একজন দক্ষ গেমার। কিন্তু এই গেমটি খেলতে গিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন তিনি। জেমির মতে, সব সময় মনে হতো যেন গেমের কাল্পনিক চরিত্ররা বাস্তবেও তাকে তাড়া করে বেড়াচ্ছে। গেমটির মাত্র পাঁচটি পর্ব রয়েছে ইউটিউবে।

 

দেখুন: স্যাড স্যাটার্ন গেমটির দ্বিতীয় পর্ব

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ আগস্ট ২০১৬/ফিরোজ 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়