ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রাতের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: আইসিটি প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৭:৪৭, ৪ অক্টোবর ২০২২   আপডেট: ১৮:৫৯, ৪ অক্টোবর ২০২২
রাতের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: আইসিটি প্রতিমন্ত্রী

ফাইল ছবি

জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটে একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

তবে রাতের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে আইসিটি প্রতিমন্ত্রী লিখেছেন, ‘আমিনবাজার গ্রিড পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। রাত ৮টার মধ্যে ঢাকা শহরের সব এলাকা এবং রাত ৯টার মধ্যে চট্টগ্রামের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।’

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পাওয়ার গ্রিডের ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরা কাজ করছেন বলে উল্লেখ করেন তিনি। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে গুজব না ছড়িয়ে সবাইকে একটু ধৈর্য ধরার জন্য অনুরোধ করেছেন আইসিটি প্রতিমন্ত্রী পলক।

/ফিরোজ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়