ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দ্বিতীয় দফায় এক্সট্রা ভেহিকুলার অ্যাকটিভিটি সম্পন্ন করলেন শেনচৌ-২০ নভোচারীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ২৭ জুন ২০২৫   আপডেট: ১৭:৩০, ২৭ জুন ২০২৫
দ্বিতীয় দফায় এক্সট্রা ভেহিকুলার অ্যাকটিভিটি সম্পন্ন করলেন শেনচৌ-২০ নভোচারীরা

চীনের শেনচৌ-২০ মিশনের নভোচারীরা দ্বিতীয়বারের মতো মহাকাশযানের বাইরে তাদের কার্যক্রম সম্পন্ন করেছেন।

চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) জানিয়েছে, বৃহস্পতিবার নভোচারীরা এই এক্সট্রা ভেহিকুল্যার অ্যাকটিভিটি করেন।

আরো পড়ুন:

নভোচারী ছেন তোং, চেন চোংরুই ও ওয়াং চিয়ে নভোযানের বাইরে সাড়ে ৬ ঘণ্টা সময় নিয়ে রোবটিক বাহুর সাহায্যে নানা ধরনের কাজ করেন। চীনের সময় বিকেল ৩টা ৪ মিনিটে চেন চোংরুই কেবিন থেকে প্রথম বেরিয়ে আসেন এবং রোবোটিক বাহুর ডগায় অবস্থান নেন। এরপর ছেন তোং এয়ারলক সুরক্ষা যন্ত্র হস্তান্তর করেন। পরে দুজন মিলে বাহিরের প্ল্যাটফর্মে অটোমেটেড ফুট রেস্ট্রেইন্ট অ্যাডাপ্টার ও ইন্টারফেস অ্যাডাপ্টার স্থাপন করেন। নতুন এ যন্ত্রগুলো স্থাপনের ফলে পরবর্তীতে নভোচারীদের স্পেসওয়াকের সময় ৪০ মিনিট কমে আসবে বলে জানায় সিএমএসএ।

এছাড়া নভোচারীরা মহাকাশে ঘুরতে থাকা নানা টুকরো যন্ত্রপাতি থেকে স্টেশনটিকে রক্ষা করার একটি প্রযুক্তিও স্থাপন করেন।

স্টেশন থেকে চেন চোংরুই বলেন, মহাবিশ্ব হয়তো নীরব, কিন্তু একা নয়। অগণিত নক্ষত্র যেমন আকাশ আলোকিত করে, তেমনি অসংখ্য মহাকাশকর্মীও আমাদের পাশে আছেন। তাদের সবাইকে স্যালুট জানান তিনি।

চীন থেকে গ্রাউন্ড টিম শেনচৌ-২০ নভোচারীদের ধন্যবাদ জানায় এবং বলে, তোমরাই আকাশের উজ্জ্বলতম তারা। আমরা তোমাদের সঙ্গে আছি।

ঢাকা/হাসান/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়