ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গুগলে ‘সেক্স’ শব্দটি খোঁজায় বিশ্বে বাংলাদেশ তৃতীয়

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৬, ২০ ডিসেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গুগলে ‘সেক্স’ শব্দটি খোঁজায় বিশ্বে বাংলাদেশ তৃতীয়

গুগল সার্চ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে ২০১৪ সালে ‘সেক্স’ শব্দটি সবচেয়ে বেশি খুঁজেছে, এমন ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে গুগল। সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটির তালিকা অনুযায়ী, ‘সেক্স’ শব্দটি খোঁজায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। গুগলের সেক্স শব্দটি খোঁজায় সবার শীর্ষে রয়েছে শ্রীলংকা। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।

 

ডেইলি মিরর এক প্রতিবেদনে প্রকাশ করেছে, কোনো নির্দিষ্ট শব্দ অনুসন্ধানের ক্ষেত্রে কোনো দেশের অবস্থান বিষয়ক এক প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করেছে গুগল। ‘সেক্স’ শব্দটি খোঁজার ক্ষেত্রে ২০১৪ সালে শীর্ষ ১০টি দেশ হচ্ছে- 

১. শ্রীলংকা

২. ভারত

৩. বাংলাদেশ

৪. ইথোপিয়া

৫. নেপাল

৬. তিমুর

৭. ভিয়েতনাম

৮. পাপুয়া নিউ গিনি

৯. পাকিস্তান

১০. সলোমান আইল্যান্ড

 

গুগলের তালিকাটি দেখা যাবে http://www.google.com/trends/explore?hl=en-US#tz&geo&q=Sex&date=1/2014+12m&cmpt=q ঠিকানায়।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ ডিসেম্বর ২০১৪/ফিরোজ/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়