ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

ভাভরিঙ্কার বছর শেষ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ৪ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভাভরিঙ্কার বছর শেষ

স্তানিসলাস ভাভরিঙ্কা

ক্রীড়া ডেস্ক : বছরের শেষ গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা ইউএস ওপেনে খেলতে পারবেন না গতবারের চ্যাম্পিয়ন স্তানিসলাস ভাভরিঙ্কা। হাঁটুর চোটের কারণে এ বছরেই আর কোর্টে নামতে পারবেন না সুইজারল্যান্ডের এই টেনিস খেলোয়াড়।

৩২ বছর বয়সি ভাভরিঙ্কা শুক্রবার তার অফিশিয়াল ফেসবুক পেজে জানিয়েছেন, তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে এবং ২০১৮ সালে কোর্টে ফিরবেন।

গত মাসে উইম্বলডনে চোটের সঙ্গে লড়াই করেছেন তিনি। রাশিয়ার দানিল মেদভেদেভের কাছে হেরে প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার আগে হাঁটুতে বরফ দিতে হয়েছিল তাকে। উইম্বলডনের প্রস্তুতি টুর্নামেন্টের সময়ই তিনি বাঁ হাঁটুতে চোটটা পেয়েছিলেন।

ভাভরিঙ্কা বলেছেন, ‘আমি এই খেলাটাকে ভালোবাসি। নিজেকে শীর্ষ পর্যায়ে ফিরে পেতে এবং আরো অনেক বছর খেলতে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে।’

তিনবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন ভাভরিঙ্কা এই মৌসুমে ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল খেলেছেন এবং অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছিলেন।

‘আমার দল এবং চিকিৎসকের সঙ্গে কথা বলার পর হাঁটুতে মেডিক্যাল হস্তক্ষেপের কঠিন সিদ্ধান্ত নিতে হয় আমাকে। শীর্ষ পর্যায়ে আরো অনেক দিন খেলা নিশ্চিত করতে এটাই ছিল একমাত্র সমাধান’- বলেছেন ভাভরিঙ্কা।

বার্তা পাঠিয়ে সমর্থন জানানোর জন্য সমর্থকদের ধন্যবাদও দিয়েছেন সুইস তারকা, ‘গত কয়েক দিন প্রচুর বার্তা পাঠিয়ে সমর্থনের জন্য আমার ভক্তদের ধন্যবাদ জানানোর এই সুযোগটা নিতে চাই আমি। ২০১৮ সালে সবার সঙ্গে দেখা হবে।’

২৮ আগস্ট শুরু হতে যাওয়া । কনুইয়ের চোটের কারণে ১২ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন এই সার্বিয়ান তারকাও এ বছর আর কোর্টে নামতে পারবেন না। 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৪ আগস্ট ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়