দর্শক ‘বার বার বিরক্ত’ করায় মেজাজ হারান সাকিব
ক্রীড়া প্রতিবেদক : আবারও আলোচনায় সাকিব আল হাসান। এবার অবশ্য দর্শকের সঙ্গে ‘খারাপ আচরণ করে’।
মেজাজ হারিয়ে এক দর্শকের দিকে তেড়ে যান সাকিব। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সাকিবের আচরণে ক্ষিপ্ত অনেকে।
অসাধারণ পারফরম্যান্সে পুরো দল যখন প্রশংসিত হচ্ছে সেখানে সাকিবের এমন ব্যবহার মোটেও মেনে নিতে পারেননি অনেকে।অধিনায়ক এবং সিনিয়ার ক্রিকেটার হওয়ায় সাকিবকে নিয়ে সমালোচনা হচ্ছে বেশ। কিন্তু সাকিব কেন এমনটা করেছেন তা না জেনেই চলছে সমালোচনা।
দায়িত্বশীল এক সূত্র জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশি ওই দর্শক সাকিবকে কিছু একটা বলেছিলেন। তাতেই মেজাজ হারান বিশ্বসেরা অলরাউন্ডার। হাফ প্যান্ট ও বাংলাদেশের জার্সি পড়া ওই দর্শক সাকিবের সঙ্গে মাঠে একাধিক ছবি ও সেলফি তোলেন। হোটেলে আবারও সাকিব ছবির আবদার মেটান। বারবার অটোগ্রাফ চাওয়ায় কিছুটা বিরক্ত হন সাকিব।
ওই দর্শককে এড়িয়ে যেতেই পিছন থেকে ‘বাজে’ কথা বলে বসেন। তাতেই ক্ষিপ্ত হন সাকিব। পিছনে গিয়ে দর্শককে কথা শোনান সাকিবও। হাত দিয়ে দৃষ্টিকটু ইঙ্গিত করেন। তখন অন্য দর্শক এবং সতীর্থরা সাকিবকে থামানোর চেষ্টা করেন এবং হোটেল লবি থেকে ওই দর্শককে বের করে দেন অন্যান্যরা।
রাইজিংবিডি/ঢাকা/৭ আগস্ট ২০১৮/ইয়াসিন/আমিনুল
রাইজিংবিডি.কম